বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত আরও ৫৩

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০২:৪৯:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০২:৪৯:৩৮ অপরাহ্ন
বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫৩ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৮০৮ জন। বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৪৩ জন, বেতাগী ১, বামনা ২, পাথরঘাটায় ৪ ও তালতলীতে ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫৯ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১১৪, আমতলী ৩, বেতাগী ২, বামনা ১২, পাথরঘাটা ১০ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪ হাজার ৯৪, তালতলী ১১৩, বামনা ১৭৪, বেতাগী ৬০, আমতলী ৫৯ এবং পাথরঘাটা উপজেলায় ৩০৮ জন আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৯ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :