​জোয়ারে ব্রিজের মাটি ধসে সড়ক অচল

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১২:১৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১২:১৯:৪২ অপরাহ্ন
টানা বৃষ্টি ও জোয়ারের প্রবল তোড়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার গাবতলী খালের ওপরের ব্রিজের এক পাশে মাটি ধসে পড়েছে। এতে রামগতি-বয়ারচর সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, রামগতি উপজেলার তেগাছিয়া বাজার সংলগ্ন গাবতলী খালের ওপরের ব্রিজটির মাঠি ধসে পড়েছে।  এই ব্রিজ দিয়েই রামগতি বাজার থেকে তেগাছিয়া, টাংকি বাজার, ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্র এবং পাশ্ববর্তী নোয়াখালীর হাতিয়ার মানুষ যাতায়াত করতো ও পণ্য পরিবহন করতো। 

স্থানীয় বাসিন্দা আজমীর হোসেন বলেন, “ব্রিজের এক পাশের মাটি ধসে পড়ায় সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে। দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।”ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ ইলিশসহ বিভিন্ন মাছ রামগতি বাজারের মাছঘাট ও ব্রিজঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে আনা-নেওয়া হয়। ব্রিজের মাটি ধসে যাওয়ায় মাছ পরিবহনে বিপর্যয় দেখা দিয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।”

স্থানীয়দের ভাষ্য, গত কয়েকদিন ধরে মেঘনা নদীতে অস্বাভাবিক উচ্চতায় জোয়ার হচ্ছিল। সেই পানি সরাসরি গাবতলী খালে প্রবেশ করে। সঙ্গে ভারী বর্ষণে খালের স্রোত আরো বেড়ে যায়। এর ফলে ধীরে ধীরে ব্রিজের পশ্চিম পাশে থাকা উইংওয়ালের নিচের মাটি সরে গিয়ে ধস নামে। সোমবার (২৮ জুলাই) রাতে জোয়ারের পানি নামার সময় মাটি ধসে।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রামগতি উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এলাকা পরিদর্শন করেছি। দ্রুত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, “রামগতি-বয়ারচর সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়েই একমাত্র যোগাযোগ ব্যবস্থা পরিচালিত হয়। দ্রুত ব্রিজ মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :