
রাজধানীর ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) দোতলা একটি বাস। মঙ্গলবার (২৯ জুলাই) এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একজন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ধাক্কা খেয়ে বাসটির দোতলার সামনের অংশ দুমড়ে মুচড়ে যেতে দেখা গেছে। তখন যাত্রীদের অনেককে দোতলা থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা যায়।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ধাক্কা খেয়ে বাসটির দোতলার সামনের অংশ দুমড়ে মুচড়ে যেতে দেখা গেছে। তখন যাত্রীদের অনেককে দোতলা থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা যায়।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এআর/এসকে