
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি পিন্ডি ও দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত সারা দেশে ‘জুলাই পদযাত্রা’ আজ মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌঁছেন।
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করে তারা। মাজার জিয়ারত শেষে তারা রাতে সার্কিট হাউসে রাত যাপন করেন।নাহিদ ইসলাম বলেন, ‘ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।’জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এদিকে পদযাত্রাকে সফল করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতাকর্মীরা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করে তারা। মাজার জিয়ারত শেষে তারা রাতে সার্কিট হাউসে রাত যাপন করেন।নাহিদ ইসলাম বলেন, ‘ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মওলানা ভাসানীর পথ অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই।’জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রাটি শুরু হবে। পরে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এদিকে পদযাত্রাকে সফল করতে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নাগরিক পার্টির নেতাকর্মীরা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন