​রাজধানীতে হেলে পড়ল বহুতল ভবন

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৬:৫৪:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৬:৫৪:০৭ অপরাহ্ন
রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে অবস্থিত একটি ছয়তলা ভবন হেলে পড়েছে।

রোববার (২৭ জুলাই) এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ছয় তলা ভবনটি পাশের একটি সাত তলা ভবনের দিকে হেলে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

ডেমরা থানা পুলিশ জানিয়েছে, হেলে পড়া ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) অবহিত করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :