
রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিএনপি এখন সচেতনতার সঙ্গে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, বিএনপি জনগণের চাহিদা ও ভবিষ্যতের রাষ্ট্র গঠনের দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, জনগণের দাবি ও রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের বিষয়টি এখন আর অবজ্ঞার জায়গায় নেই। দল হিসেবে বিএনপি এই উপলব্ধিকে গুরুত্বসহকারে নিচ্ছে এবং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে এগোচ্ছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি এখন একটি ট্রানজিশন পিরিয়ডে রয়েছে। জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে, এটিকে কাজে লাগিয়ে সফল হওয়া সম্ভব।
জনগণের ঐক্যকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে অসম্ভবকেও সম্ভব করতে পারে, একাত্তর ও ২০২৪ সালে তার প্রমাণ মিলেছে।
সংস্কারমূলক রূপান্তরের বিষয়ে বিএনপি আগে থেকেই প্রস্তুত জানিয়ে তিনি বলেন, এজন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, যা রাষ্ট্রগঠন ও সংস্কারের রূপরেখা।
মির্জা ফখরুল বলেন, দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারাজ এখন সময়ের দাবি। তবে এটি শুধু প্রকৌশলগত বিষয় নয়, এর পেছনে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। জনগণের পক্ষ থেকেও দাবির সৃষ্টি হওয়া জরুরি।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে, তাই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা আরও প্রকট হয়েছে। এই প্রস্তাব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহু আগেই তুলেছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
বিএনপির আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা
রোববার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, বিএনপি জনগণের চাহিদা ও ভবিষ্যতের রাষ্ট্র গঠনের দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, জনগণের দাবি ও রাষ্ট্র ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের বিষয়টি এখন আর অবজ্ঞার জায়গায় নেই। দল হিসেবে বিএনপি এই উপলব্ধিকে গুরুত্বসহকারে নিচ্ছে এবং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে এগোচ্ছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি এখন একটি ট্রানজিশন পিরিয়ডে রয়েছে। জাতীয় ঐক্যের আবহ তৈরি হয়েছে, এটিকে কাজে লাগিয়ে সফল হওয়া সম্ভব।
জনগণের ঐক্যকে সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে অসম্ভবকেও সম্ভব করতে পারে, একাত্তর ও ২০২৪ সালে তার প্রমাণ মিলেছে।
সংস্কারমূলক রূপান্তরের বিষয়ে বিএনপি আগে থেকেই প্রস্তুত জানিয়ে তিনি বলেন, এজন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, যা রাষ্ট্রগঠন ও সংস্কারের রূপরেখা।
মির্জা ফখরুল বলেন, দ্বিতীয় পদ্মা সেতু এবং পদ্মা ব্যারাজ এখন সময়ের দাবি। তবে এটি শুধু প্রকৌশলগত বিষয় নয়, এর পেছনে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। জনগণের পক্ষ থেকেও দাবির সৃষ্টি হওয়া জরুরি।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে, তাই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা আরও প্রকট হয়েছে। এই প্রস্তাব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বহু আগেই তুলেছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
বিএনপির আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা