কক্সবাজার মেরিন ড্রাইভে ভাঙন, ​লোকালয়ে জোয়ারের পানি

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০২:৫৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৬:০৫:১৭ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় কক্সবাজারের সমুদ্র তীরে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। গত দুইদিনে সৈকতের লাবনী পয়েন্ট থেকে ডায়াবেটিস হাসপাতাল ও চরপাড়া এলাকায় শতাধিক ঝাউগাছ সাগরে তলিয়ে গেছে। ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে ট্যুরিস্ট পুলিশের অস্থায়ী স্থাপনা। ভাঙন দেখা দিয়েছে কলাতলি থেকে টেকনাফ পর্যন্ত স্থানে মেরিন ড্রাইভের ১০ টির বেশি অংশে।

অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া উচ্চ জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা। সেই সঙ্গে সামুদ্রিক জোয়ারের পানির তোড়ে কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ঢেউ উপছে পড়ে ক্ষতবিক্ষত হয়েছে ১০টির বেশি অংশে। সাগর প্রচণ্ড উত্তাল থাকায় সেন্টমার্টিনের সঙ্গে বন্ধ রয়েছে নৌ যোগাযোগ।

শুক্রবার (২৫ জুলাই) থেকে সামুদ্রিক জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অন্তত তিন-চার ফুট বৃদ্ধি পেয়ে কক্সবাজারের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ৪টি ইউনিয়নের ৪০টি গ্রাম। 

আবহাওয়া অফিস বলছে, সোমবার (২৮ জুলাই) থেকে জোয়ার কমলেও আরও দুইদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল মান্নান জানিয়েছেন, নিম্নচাপের প্রভাব এবং অমাবস্যার কারণে সাগরের জোয়ারের পানি ২-৩ ফুট উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কুতুবদিয়া, মহেশখালী দ্বীপসহ উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে।

পানিতে তলিয়ে গেছে কুতুবদিয়ার আলী আকবর ডেইলের আনিসের ডেইল, তাবলর চর ও কাহারপাড়া, সাইটপাড়া ও বায়ুবিদ্যুৎকেন্দ্রের আশপাশের অর্ধশত ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর জলাশয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রু মারমা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে আলী আকবর ডেইল ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে।

জোয়ারের পানি ঢুকেছে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের লোকালয়ে। সেন্টমার্টিনের উত্তরপাড়া ও পশ্চিম প্রান্তে জোয়ারের পানির তোড়ে পর্যটন রিসোর্ট হুমকির মুখে পড়েছে।

কক্সবাজার সৈকতে পর্যটকদের গোসলে সতর্কতা জারি এবং হাঁটুপানির নিচে নামতে নিষেধ করেছেন ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :