​শাহরুখ-সালমানের ঝগড়া মিটিয়েছিলেন চাক্কি পান্ডে

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০১:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০১:৪৩:২২ অপরাহ্ন
অলোক শরদ পান্ডে ওরফে চাক্কি পান্ডে। বিশিষ্ট সার্জেন শরদ পান্ডের ছেলে এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই। আশির দশকের শেষের দিকে এবং নব্বইয়ে দশকের শুরুর দিকে যখন চাঙ্কি বলিউডের একজন অন্যতম তারকা হয়ে ওঠেন, ঠিক তখন চিক্কি হয়ে ওঠেন একজন বিশিষ্ট শিল্পপতি।

তিনি ছিলেন স্টিল কনজিউমার কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের টেলিফোন উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন।

চিক্কি হলেন অক্ষরা ফাউন্ডেশন অব আর্টস অ্যান্ড লার্নিংয়ের প্রতিষ্ঠাতা। এটি একটি অলাভজনক সংস্থা, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য কাজ করে থাকে। তবে এখানেই শেষ নয়, বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন চিক্কি পান্ডে। তিনি সোহেল খানের খুব ভালো বন্ধু। সেই সঙ্গে শাহরুখ খানেরও ভীষণ ঘনিষ্ঠ বন্ধু হলেন এই চিক্কি।

সে কারণে খান পরিবারের খুব কাছের ঘনিষ্ঠ মানুষ চিক্কি। চিক্কির স্ত্রী ডিন পান্ডে একজন লাইফ স্টাইল কোচ, যার ক্লায়েন্ট তালিকায় রয়েছেন সালমান খান, প্রীতি জিনতা, লারা দত্ত, বিপাশা বসু প্রমুখ।

১৯৯৪ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার কারণে যখন বলিউড বাদশাহ শাহরুখকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন চিক্কি পান্ডে। সঙ্গে ছিলেন অন্যতম অভিনেতা নানা পটেকার। চিক্কির ছেলে আহানও শাহরুখের ছেলে আরিয়ান খানের ভীষণ ভালো বন্ধু।

২০০৮ সালে শাহরুখ খান ও সালমানের ঝগড়ার পর তাদের মধ্যে সমস্যা মিটমাট করার অন্যতম কাণ্ডারি ছিলেন এই চিক্কি পান্ডে। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনকে পাশাপাশি বসিয়ে কথা বলান তিনি। এর পর শাহরুখ ও সালমানের মধ্যে সব দূরত্ব মিটে যায়। তবে এত কিছুর পরও সামাজিক মাধ্যমে একেবারেই দেখা যায় না আহান পান্ডের বাবাকে। নিজেকে সবসময় লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখেন এ অভিনেতা।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :