​ওয়াকফ দলিলের বাইরে মুতাওয়াল্লি নয়: ধর্ম উপদেষ্টা

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৭:৪৫:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৭:৪৫:৫৭ অপরাহ্ন
ওয়াকফ দলিলের বাইরে কাউকে মুতাওয়াল্লি নিযুক্ত করা হবে না—জোরালোভাবে জানিয়ে দিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, যত প্রভাবশালীই হোন না কেন, ওয়াকফ আইন অমান্য করে কেউ এই দায়িত্ব পাবেন না।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর বাংলামোটরে হামদর্দ মিলনায়তনে “মুতাওয়াল্লি সমিতি বাংলাদেশ” আয়োজিত মতবিনিময় ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফ এস্টেটের কার্যক্রমকে স্বচ্ছ ও গতিশীল করতে ডিজিটাইজেশন প্রক্রিয়া চলছে। এ উদ্যোগ সম্পন্ন হলে সম্পত্তির ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে। তিনি বলেন, “ওয়াকফ প্রশাসনের সব কর্মকাণ্ড আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হবে। মুতাওয়াল্লিরা এস্টেটের মালিক নন, তারা কেবল ব্যবস্থাপক মাত্র।”

তিনি আরও বলেন, “ওয়াকফ ইসলামী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। রাসুল (সা.)-এর যুগ থেকেই এটি সমাজকল্যাণমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। যারা ওয়াকফ করেছেন, তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি ও জনসেবা নিশ্চিত করা। সে উদ্দেশ্য ব্যাহত হলে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

ওয়াকফসংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে সতর্ক করেন, “যারা অসৎ পথে আছেন, তারা যেন দ্রুত সৎ পথে ফিরে আসেন।”

সভায় সভাপতিত্ব করেন মোতাওয়াল্লী সমিতির সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। ওয়াকফ এস্টেটগুলোর সংকট নিরসনে প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোয়ারী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :