ইরানের আদালতে গ্রেনেড হামলা, শিশুসহ নিহত ৯

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৭:৩৯:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৭:৩৯:২০ অপরাহ্ন
দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জায়েদানের একটি আদালত ভবনে অজ্ঞাত হামলাকারীরা বন্দুক ও গ্রেনেড হামলা চালিয়েছে। এতে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গুলিতে নিহত এক শিশুসহ ছয়জনই বেসামরিক। পরে তিনজন হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। খবর ডয়চে ভেলে।

শনিবার (২৬ জুলাই) জায়েদানের বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালায়। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, এই সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সংবাদ সংস্থা ইরনা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) আঞ্চলিক সদর দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, হামলার সময় তিনজন হামলাকারী নিহত হয়েছেন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অশান্ত দক্ষিণাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সংঘর্ষে নিরাপত্তা বাহিনী তিনজন বন্দুকধারীকে হত্যা করেছে। এতে হতাহতদের কারও পরিচয় জানা যায়নি।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরির জানান, হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে ঢোকার চেষ্টা করেছিল। দালিরি আরও বলেন, হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুড়ে মারে, যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হন। নিহতদের মধ্যে এক বছরের শিশু ও শিশুটির মাও ছিলেন।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, প্রদেশের রাজধানী জাহেদানে এই হামলার ঘটনা ঘটেছে। রাজধানী তেহরানের ১ হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয়।

ইরানের বিচার বিভাগের মিজান অনলাইন সংবাদ সাইট এই হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।

নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ সূত্রের বরাতে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হামলার জন্য জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলকে দায়ী করা হয়েছে। গোষ্টীটি ইরানের পূর্ব সিস্তান এবং পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চায়।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশটি মাঝেমধ্যে জঙ্গি গোষ্ঠী সশস্ত্র মাদক চোরাচালানকারী এবং ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষের স্থান হয়ে উঠেছে। গত অক্টোবরে প্রদেশে একটি ইরানি পুলিশ কনভয়ের ওপর হামলায় কমপক্ষে ১০ জন কর্মকর্তা নিহত হন।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ ইরানের অন্যতম অনুন্নত অংশ। এই অঞ্চলের সুন্নি মুসলিম অধ্যুষিত বাসিন্দাদের এবং ইরানের শিয়া ধর্মতন্ত্রের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :