​নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৭:২০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৭:২০:১৪ অপরাহ্ন
রাজধানীতে অবস্থিত দেশের অন্যতম তিন শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ বিভিন্ন যোগ্যতার শর্ত জানানো হয়েছে।

শনিবার (২৬ জুলাই) কলেজগুলোর একাদশে ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নটর ডেমের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ জুলাই থেকে এ আবেদন শুরু হবে। চলবে ৭ আগস্ট পর্যন্ত। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫; মানবিক বিভাগে জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪।

এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘O’ Level-এর শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

হলি ক্রসে আগামী ৩০ জুলাই (বুধবার) থেকে ৩ আগস্ট (রোববার) রাত ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৭৮০টি, মানবিক শাখায় ২৬০টি এবং ব্যবসায় শিক্ষায় ২৭০টি আসনে শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবে।

এই প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তি আবেদনের পর আগামী ৮ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান বিভাগের এবং ৯ আগস্ট (শনিবার) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সেন্ট যোসেফ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে ২৯ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অথবা এই লিংকে ক্লিক করে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :