​বিএনপিকে সংস্কারবিরোধী বলে প্রচার করা হচ্ছে : শামা ওবায়েদ

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৩:১৬:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৪:১৩:১২ অপরাহ্ন
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘বিএনপিকে পরিকল্পিতভাবে সংস্কারবিরোধী বলে প্রচার করা হচ্ছে। অথচ সর্ব প্রথম আমরাই সংস্কার প্রস্তাব দিয়েছি।’

শনিবার (২৬ জুলাই) জুলাই রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে সুশাসনের জন্য নাগরিক-সুজন'র উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রস্তাবিত জাতীয় সনদ সম্পর্কে নাগরিক ভাবনা বিষয়ক সংলাপে’ তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে। তাই প্রথমে ২৮ দফা ও পরবর্তী সময়ে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী চলমান সংস্কার কাজে আমরা সহযোগিতা করে আসছি। জনগণের চিন্তা ও দর্শনের পরিবর্তন হয়েছে। সবাই একই মতাদর্শের হলে কল্যাণ রাষ্ট্র হবে না।’

তিনি বলেন, ‘আমরা চাই নারীরা সরাসরি নির্বাচিত হয়ে আসুক। তবে এ নিয়ে রাতারাতি সব কিছু সমাধান করা যাবে না। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও আরও আন্তরিক হওয়া জরুরি। আমাদের গণতান্ত্রিক, বিচার বিভাগ ও দুদককে সংস্কার করতে হবে। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে হবে। আমরাও চাই নারীরা নির্বাচিত হয়ে সংসদে আসুক। ৪০ লাখ প্রতিবন্ধী ভোটার আছে, তাদের মূলধারার এনে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। চীন বা ভারত নয়, আমরা বাংলাদেশপন্থী হতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিন, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, সুজন সম্পাদক  ড. বদিউল আলম মজুমদার, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার নাগরিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজন-এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।


বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :