
চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাজারে আসছে আইফোন ১৭ সিরিজের একগুচ্ছ স্মার্টফোন। অ্যাপলের ঘরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের সিরিজে ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা এবং পারফরম্যান্স, সব ক্ষেত্রেই বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে বলে জোর জল্পনা চলছে।
বর্তমানে অ্যাপলের আইফোন ১৬ সিরিজে রয়েছে মোট পাঁচটি মডেল — আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। এছাড়াও এই সিরিজে সদ্যই বাজারে এসেছে আইফোন ১৬ ই। তবে ২০২৫-এর নতুন লাইনআপে অ্যাপল চারটি মডেল রাখার পরিকল্পনা করেছে। এগুলো হলো আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন যেসব কড়াকড়ি বাণিজ্য নীতি প্রণয়ন করা হয়েছিল এবং আমেরিকা-চীন উত্তেজনার ফলে উৎপাদন ব্যয় বেড়েছে, তারই প্রভাব পড়তে পারে আইফোন ১৭-এর গ্লোবাল প্রাইসিংয়ে। আমেরিকায় এই ফোনের দাম শুরু হতে পারে ৮৯৯ ডলার থেকে শুরু।
অ্যাপল সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই তাদের নতুন আইফোন সিরিজের লঞ্চ ইভেন্ট আয়োজন করে। সেই ট্র্যাডিশন বজায় রেখে এবছর আইফোন ১৭ সিরিজ লঞ্চ হতে পারে ৯ বা ১০ সেপ্টেম্বর।
অ্যাপলের পক্ষে এখনও আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা না হলেও ব্লুমবার্গের জনপ্রিয় সাংবাদিক মার্ক গারম্যান তার নিউজলেটারে সম্ভাব্য এই তারিখগুলোর উল্লেখ করেছেন। অতীত অভিজ্ঞতা বলছে, অ্যাপল সাধারণত মঙ্গলবার বা বুধবার লঞ্চ ইভেন্ট করে থাকে, ফলে এই অনুমান যথেষ্ট বিশ্বাসযোগ্য।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
বর্তমানে অ্যাপলের আইফোন ১৬ সিরিজে রয়েছে মোট পাঁচটি মডেল — আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। এছাড়াও এই সিরিজে সদ্যই বাজারে এসেছে আইফোন ১৬ ই। তবে ২০২৫-এর নতুন লাইনআপে অ্যাপল চারটি মডেল রাখার পরিকল্পনা করেছে। এগুলো হলো আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন যেসব কড়াকড়ি বাণিজ্য নীতি প্রণয়ন করা হয়েছিল এবং আমেরিকা-চীন উত্তেজনার ফলে উৎপাদন ব্যয় বেড়েছে, তারই প্রভাব পড়তে পারে আইফোন ১৭-এর গ্লোবাল প্রাইসিংয়ে। আমেরিকায় এই ফোনের দাম শুরু হতে পারে ৮৯৯ ডলার থেকে শুরু।
অ্যাপল সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই তাদের নতুন আইফোন সিরিজের লঞ্চ ইভেন্ট আয়োজন করে। সেই ট্র্যাডিশন বজায় রেখে এবছর আইফোন ১৭ সিরিজ লঞ্চ হতে পারে ৯ বা ১০ সেপ্টেম্বর।
অ্যাপলের পক্ষে এখনও আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা না হলেও ব্লুমবার্গের জনপ্রিয় সাংবাদিক মার্ক গারম্যান তার নিউজলেটারে সম্ভাব্য এই তারিখগুলোর উল্লেখ করেছেন। অতীত অভিজ্ঞতা বলছে, অ্যাপল সাধারণত মঙ্গলবার বা বুধবার লঞ্চ ইভেন্ট করে থাকে, ফলে এই অনুমান যথেষ্ট বিশ্বাসযোগ্য।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে