দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০১:০৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০১:০৫:৫৪ অপরাহ্ন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নারাইছড়িতে জেএসএস (সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় চার ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টা দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল রাতে নারাইছড়ি থেকে তিন-চার কিলোমিটার দূরে জেএসএস (সন্তু লারমা) ও ইউপিডিএফ- এর মধ্যে গোলাগুলি হয়েছে। এতে চার ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :