
সম্প্রতি একান্ত ব্যক্তিগত সফরে আমেরিকায় পাড়ি দিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আমেরিকায় যাওয়ার খবরটি নিশ্চিত করেন অভিনেতা নিজেই। সামাজিকমাধ্যমে বিমানে বসা একটি ছবি ভাগ করে নেন তিনি। শাকিব আমেরিকায় যাওয়ার সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে আমেরিকায় উড়াল দিলেন অভিনেত্রী শবনম বুবলী।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। শেহজাদ খান ও বুবলী আমেরিকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’
মেগাস্টার শাকিব যোগ করেন, ‘শেহজাদকেও সেভাবেই সময় দেব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাঁদের বাবা।’
শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।
এদিকে শাকিব খান আমেরিকার গ্রীণকার্ডধারী। ফলে বছরের নির্দিষ্টি একটা সময় সেখানে অবস্থান করতে হয় তাঁকে। প্রায় দেড় মাসের সফর শেষে আগস্টে দেশে ফিরবেন তিনি।
দুই বছর আগে শাকিব বলেছিলেন,‘আমার বড় সন্তান আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি। আব্রাহাম ও শেহজাদের জন্য সব সময় আমার ভালোবাসা আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। শেহজাদ খান ও বুবলী আমেরিকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘শেহজাদের মা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু দরকারি কাজ আছে, তার মায়েরও আছে। যেহেতু আমি এখন এখানে, বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।’
মেগাস্টার শাকিব যোগ করেন, ‘শেহজাদকেও সেভাবেই সময় দেব, যেমনটা এর আগে এখানে আব্রামকেও সময় দিয়েছিলাম। সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও শেহজাদের কাছে আমি তাঁদের বাবা।’
শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।
এদিকে শাকিব খান আমেরিকার গ্রীণকার্ডধারী। ফলে বছরের নির্দিষ্টি একটা সময় সেখানে অবস্থান করতে হয় তাঁকে। প্রায় দেড় মাসের সফর শেষে আগস্টে দেশে ফিরবেন তিনি।
দুই বছর আগে শাকিব বলেছিলেন,‘আমার বড় সন্তান আব্রাহামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি। আব্রাহাম ও শেহজাদের জন্য সব সময় আমার ভালোবাসা আছে। আব্রাহামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে