
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের সিদ্ধান্ত এবং বিগত সরকারের ন্যায় ইসলামপন্থিদের জঙ্গি তকমা দেয়ার প্রতিবাদে রাজধানীতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশে করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। এসময় তারা জাতিসংঘের মানবাধিকার অফিস দেশে ইসলামি মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন৷
একই স্থান থেকে মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে ইন্তিফাদা বাংলাদেশ। অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়ে আলেম সমাজের প্রতিনিধিরা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিগত হাসিনা সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষদের আবেগ অনুভূতির অবমূল্যায়ন করেছিল। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেন তারা৷এসময় ইসলামি বক্তা ও লেখকদের জঙ্গি তকমা দিয়ে মামলার প্রতিবাদ করেন সমাবেশের বক্তারা৷
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
একই স্থান থেকে মিছিল নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ করে ইন্তিফাদা বাংলাদেশ। অস্থায়ী মঞ্চে উপস্থিত হয়ে আলেম সমাজের প্রতিনিধিরা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিগত হাসিনা সরকার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের মানুষদের আবেগ অনুভূতির অবমূল্যায়ন করেছিল। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেন তারা৷এসময় ইসলামি বক্তা ও লেখকদের জঙ্গি তকমা দিয়ে মামলার প্রতিবাদ করেন সমাবেশের বক্তারা৷
বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন