​বড়শিতে ধরা পড়ল ২৬ কেজির কোরাল

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:৫৩:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:৫৩:২০ অপরাহ্ন
কক্সবাজারের টেকনাফে ২৬ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পাঁচ ফুট লম্বা এ কোরাল মাছ বিক্রি করা হয়েছে ৩৯ হাজার টাকায়। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে নাফ নদীতে ডেইলপাড়ার মোদাচ্ছের নামের এক জেলের ফেলা বড়শিতে এই মাছ ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে শাহপরীর দ্বীপ বাজারপাড়া জেটিঘাটের ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, ডেইলপাড়ার জেলে মোদাচ্ছের বুধবার সকালের দিকে নদীতে বড়শি ফেলেন কিন্তু দীর্ঘক্ষণ কোনো মাছ ধরা পড়েনি। ঘরে ফিরে যাওয়ার আগমুহূর্তে আবার বড়শি ফেললে বড় একটি কোরাল মাছ ধরা পড়ে। বড়শি টেনে জেটিতে তোলা হলে স্থানীয় লোকজন ও পর্যটকেরা মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন। সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ৩৯ হাজার টাকায় মাছটি কিনে নেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলে মোদাচ্ছের জানান, বড়শিতে ধরা পড়া মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। এ ব্যাপারে মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক বলেন, অনেক দর-কষাকষি করে কোরাল মাছটি ৩৯ হাজার টাকায় কিনেছেন। প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকার কিছু বেশি পড়েছে। মাছটি কেটে বাজারের বিক্রি করবেন বলেও জানান তিনি। অনেকে নাফ নদীর জেটিতে বড়শিতে মাছ শিকার করছেন জানিয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে এখন কোরাল মাছ বেশি ধরা পড়ছে। নাফের কোরালের স্বাদও বেশ ভালো বলেও মন্তব্য করেন তিনি।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :