​৪৯ আরোহী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:৫০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৬:২২:১৪ অপরাহ্ন
রাশিয়ার দূর প্রাচ্যের আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া আন-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রোসাভিয়াতসিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে।

বিমানটির কোনো আরোহীই বেঁচে নেই বলে রাশিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এর আগে সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে ৫ শিশুসহ মোট ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ।

সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স ‘আঙ্গারা’ পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযানে হেলিকপ্টার, বিমান ও স্থলবাহিনী অংশ নেয়। বহু সময় ধরে অনুসন্ধানের পর অবশেষে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :