
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগের একটি ‘দুষ্টু চক্র’ রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘একটি দুষ্টু চক্র এই দুর্ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। কোনো উপায়েই আর আওয়ামী লীগের এখানে পুনর্বাসনের সুযোগ নেই। জনগণ সব দেখছে।’
তাহের বলেন, ‘আওয়ামী লীগ পুরো পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। ১৫ বছর তারা ফ্যাসিবাদী কার্যক্রম করেছে। তাদের অপশক্তিকে তাড়াতে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। তারা যদি ফের দেশকে ব্যর্থ বানাতে কোনোরকম অপচেষ্টা চালায়, তাহলে জুলাইয়ের সেই শক্তি নিয়ে আমরা ফের প্রতিহত করব।’
মঙ্গলবারের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে
মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফা সংলাপ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘একটি দুষ্টু চক্র এই দুর্ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদের ব্যর্থতা ঢাকতে চাচ্ছে। কোনো উপায়েই আর আওয়ামী লীগের এখানে পুনর্বাসনের সুযোগ নেই। জনগণ সব দেখছে।’
তাহের বলেন, ‘আওয়ামী লীগ পুরো পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। ১৫ বছর তারা ফ্যাসিবাদী কার্যক্রম করেছে। তাদের অপশক্তিকে তাড়াতে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। তারা যদি ফের দেশকে ব্যর্থ বানাতে কোনোরকম অপচেষ্টা চালায়, তাহলে জুলাইয়ের সেই শক্তি নিয়ে আমরা ফের প্রতিহত করব।’
মঙ্গলবারের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে