​৬ দিনেও উদ্ধার হয়নি পশ্চিমবঙ্গে ডুবে যাওয়া বাংলাদেশি কার্গো জাহাজ

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১২:০১:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১২:০১:৪৩ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের নদীতে ডুবে যাওয়া বাংলাদেশি কার্গো জাহাজটি ছয় দিনেও উদ্ধার হয়নি। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী নামখানা ব্লক এলাকার মুড়িগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, ডুবে যাওয়া জাহাজে ফ্লাইঅ্যাশ বা ছাই ছিল। দীর্ঘদিন ডুবে থাকায় জাহাজ থেকে তেল ও ছাই পানিতে মিশছে। ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন।

ঘটনার সূত্রপাত চলতি মাসে ১৬ তারিখ বৃহস্পতিবার। ওইদিন ‘এমভি সোহান মালতি’ নামের বাংলাদেশি জাহাজটি পশ্চিমবঙ্গের বজবজ পাওয়ার প্লান্ট থেকে ছাই নিয়ে ফিরছিল। বৃহস্পতিবার বিকেল নাগাদ জাহাজটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে বার্জটি দুলতে থাকে। শুক্রবার সকালে বার্জটি প্রায় সম্পূর্ণ নদীর পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। যদিও সে সময় জাহাজটিতে থাকা আটজন নাবিককে উদ্ধার করে স্থানীয় মৎস্যজীবী ও উপকূল রক্ষীবাহিনী। তবে উদ্ধার হওয়া এই আটজন নাবিককে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশের তরফে যেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। তেমনই ডুবে যাওয়া জাহাজ উদ্ধারেও ধীরগতি রীতিমত নদী তীরবর্তী অঞ্চলের মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

স্থানীয়দের দাবি, জাহাজটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব না হলে নদীর প্রাণিসম্পদের বড় ক্ষতি হবে। বিরূপ প্রভাব পড়বে নদীর ওপর নির্ভর করে থাকা শত শত মৎস্যজীবী পরিবারেও। নদীপাড়ের মানুষদের অভিযোগ, ডুবে যাওয়া জাহাজটিতে দিনে কিংবা রাতে কোনোরকম সিগন্যাল লাইটের ব্যবস্থা করেনি পোর্ট ট্রাস্ট। ফলে একই এলাকায় আবারও বিপদের আশঙ্কা রয়ে গেছে। যদিও সোমবার দেখা যায়, নদীতে হালকা ভেসে থাকা জাহাজটি থেকে বস্তায় বস্তায় ছাই তোলা হচ্ছে।

জাহাজটিতে কর্মরত হোসেন খাঁ বলেন, জাহাজ থেকে ছাই বস্তায় করে তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ছাই খালি না করা পর্যন্ত জাহাজটি তোলা সম্ভব নয়। ছাই খালি করে ঠিক কবে জাহাজ উদ্ধার করা হবে সেই বিষয়েও তিনি কিছু জানাতে পারেননি।

বাংলাস্কুপ/ডেস্ক /এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :