​পাহাড় ধসে মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:৫১:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:৫১:৪৭ অপরাহ্ন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ধসের মাটি সড়কে পড়ায় বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, বাঘাইছড়িতে রবিবার মধ্যরাত থেকে সোমবার (২১ জুলাই) ভোর পর্যন্ত ভারী বৃষ্টি হয়। মারিশ্যা-বাঘাইছড়ি সড়কের ১২ কিলো এলাকায় পাহাড়ের  মাটি ধসে সড়ক পড়ে। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, “মারিশ্যা-দীঘিনালা সড়কে পাহাড় ধসে ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় রাস্তা থেকে মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করছি, দুপুরের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।”খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা বলেন, “পাহাড়ি শ্রমিকদের কাজে লাগিয়েছি। তারা সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছেন। ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়েও লোকজন পাঠিয়েছি। আশা করি, দুপুরের পর যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :