এনসিপিবিরোধী বিক্ষোভে হার্ট অ্যাটাকে বিএনপি নেতার মৃত্যু

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৬:৫৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৬:৫৭:২৩ অপরাহ্ন
কক্সবাজারে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে স্ট্রোক করে মারা গেছেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ছৈয়দ নুর সওদাগর (ছৈয়দ বদ্দা)। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় বিএনপি আয়োজিত এনসিপি-বিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন ছৈয়দ নুর। মিছিল চলাকালে হঠাৎ তিনি রাস্তার পাশে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছৈয়দ নুর সওদাগরের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কক্সবাজারের রাজনৈতিক অঙ্গনে।

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে সংগঠনটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে কক্সবাজার শহরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :