​গাড়িচালক ও গৃহকর্মীকে বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট

আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০১:৫৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০১:৫৬:৩৭ অপরাহ্ন
সিনেমার গল্প নয়, একদম বাস্তব। নিজের গাড়িচালক এবং এক গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লাখ রুপি করে উপহার দিয়েছেন এ বলিউড নায়িকা আলিয়া ভাট।

আলিয়ার কাছে অবশ্য এটা নতুন কোনো ঘটনা নয়। এরআগে ২০১৯ সালেও নাকি সুনীল ও অমোল নামের দুই কর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন তিনি। এবার একেবারে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এ অভিনেত্রী।

আলিয়া ভাটের আয়ের উৎস অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা, রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে পরিচালিত শিশুদের পোশাক ব্র্যান্ড এবং একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ।

এ অভিনেত্রীর উত্থান রূপকথাকেও হার মানিয়েছে। আলিয়া তার মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটকেও ইতোমধ্যে ফ্ল্যাট উপহার দিয়েছেন। অন্যদিকে রণবীরের সঙ্গে যৌথভাবে ‘কাপুর ম্যানশন’ তৈরি করতে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন আলিয়া ভাট।

অভিনেত্রী শুধু কাপুর পরিবারের বউমা নন, নিজেই এক বিশাল সাম্রাজ্যের মালকিন। ‘জিকিউ ইন্ডিয়া’র তথ্যমতে, বলিউডে আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি, যা স্বামী রণবীর কাপুরের (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুরের (৪৮৫ কোটি) সম্পত্তির পরিমাণকেও পেছনে ফেলেছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :