কারফিউয়ের মধ্যে গোপালগঞ্জে অভিযানে আটক ৪৫

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৩:৫৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৩:৫৯:১১ অপরাহ্ন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত আটক করা হয়েছে ২০ জনকে।

সদর থানার ওসি মির সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে ওই ২০ জনকে আটক করা হয়েছে। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় ২৫ জনকে। ওইদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সূত্র : বাসস।

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :