​ধর্ষকদের শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

'আমাদের সেই বোন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে'

আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩৭:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৪:০৪:৩০ অপরাহ্ন
খাগড়াছড়িতে ত্রিপুরা শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসন কার্যালয় ঘুরে একই স্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় বক্তারা বলেন, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত পাহাড়ে ১০৩টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে শিশু ও নারী নির্যাতনের ঘটনাই বেশি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্ত মূলক শাস্তি  না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে নারী নিপীড়নের ঘটনা দিন দিন বেড়েই চলছে। ফলে বন্ধ হচ্ছে না এমন জঘন্য অপরাধ।

বক্তারা আরও বলেন, খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় রথ যাত্রা থেকে ফেরার পথে ৮ম শ্রেণির এক ত্রিপুরা শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে শিক্ষার্থী আত্মহত্যারও চেষ্টা করলে ঘটনাটি জনসম্মুখে আসে। আমাদের সেই বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। খাগড়াছড়িতে এই ঘটনায় প্রতিবাদ করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে।

দেশে শাসকের পরিবর্তন হলেও পাহাড়ের পরিস্থিতি কখনো পরিবর্তন হয় না উল্লেখ করে বক্তারা আরও বলেন, এই সরকার ক্ষমতা গ্রহণের পর পাহাড়ের মানুষ আশায় বুক বাধলেও তার কোনো সুফল পায়নি পাহাড়ের মানুষ। তারা গত ১১ মাসের বেশি সময় ধরে রাষ্ট্র পরিচালনা করছেন। এই দীর্ঘ সময়ের মধ্যেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এটা আমাদের চরমভাবে হতাশ করেছে।

পাহাড়ের স্থায়ী শান্তি  প্রতিষ্ঠার জন্য দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি এই ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

সভায় বক্তব্য রাখেন- পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক অন্তর চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি কবিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সহ-সাধারণ সম্পাদক মিলন চাকমা, সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ক্যাসাইনু মারমা প্রমুখ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এআর/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :