​প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলনের খবরটি সঠিক নয়

আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০১:২৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০১:২৯:০৬ অপরাহ্ন
জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে গণভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সংবাদ সম্মেলনের খবরটি সঠিক নয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা আজ গণভবনে কোনো সংবাদ সম্মেলন করবেন না। কিছু গণমাধ্যমে প্রচারিত খবরটি মিথ্যা।’

এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে সোমবার দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন বলে খবর প্রচারিত হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের বরাতে প্রচারিত ওই খবরে দাবি করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে ওই সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা। 

অবশেষে গণমাধ্যমে প্রচারিত এই খবরটি সত্য নয় বলে নিশ্চিত করলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বাংলাস্কুপ/ডেস্ক/এএ/এসকে

দুপুরে গণভবনে প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :