
রাঙ্গামাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সুদীপ্তা চাকমা (১০) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। সুদীপ্তা চাকমা সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সুদীপ্তা চাকমা। রোগনির্ণয় পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছিল। জ্বর না কমায় গত শুক্রবার পরীক্ষা করালে তার ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর চৌধুরী বলেন, মেয়েটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন নূয়েন খীসা গণমাধ্যমকে বলেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এলাকাটি দুর্গম হওয়ায় এবং মানুষের অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুটি মারা গেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে
হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন সুদীপ্তা চাকমা। রোগনির্ণয় পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খাওয়ানো হচ্ছিল। জ্বর না কমায় গত শুক্রবার পরীক্ষা করালে তার ম্যালেরিয়া ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর চৌধুরী বলেন, মেয়েটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন নূয়েন খীসা গণমাধ্যমকে বলেন, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এলাকাটি দুর্গম হওয়ায় এবং মানুষের অসচেতনতার কারণে সঠিক চিকিৎসা না পেয়ে শিশুটি মারা গেছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে