​মিটফোর্ডে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ২

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০২:২৮:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০২:২৮:৩২ অপরাহ্ন
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সজীব ও রাজিব নামে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার (১২ জুলাই) নেত্রকোনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

প্রকাশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইতোমধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন/এসকে
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :