​যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা খাতে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ০৮:৫০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৫ ০৮:৫০:০৭ অপরাহ্ন
বাংলাদেশের নিরাপত্তা খাতে আরও সহযোগিতা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মেগান বোলডিন সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে উভয় দেশের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসবাদ দমন, অনলাইন সহিংসতা প্রতিরোধ, মামলার সুষ্ঠু প্রসিকিউশনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। বিশেষ করে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে মার্কিন সহায়তা আমাদের সক্ষমতা বাড়াতে সহায়ক হয়েছে।’

জাহাঙ্গীর আলম জানান, যুক্তরাষ্ট্রের সহায়তায় গঠিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিট এখন আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠেছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান উপদেষ্টা।

মেগান বোলডিন বলেন, ‘বাংলাদেশ জঙ্গিবাদের ঝুঁকিমুক্ত নয়। যদিও অতীতে কিছু ঘটনাকে রাজনৈতিক দমন-পীড়নের অজুহাতে জঙ্গিবাদ আখ্যা দেওয়া হয়েছিল, তারপরও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা জরুরি।’

জবাবে উপদেষ্টা বলেন, ‘বর্তমানে বাংলাদেশে কোনো সক্রিয় জঙ্গি সংগঠনের কার্যক্রম নেই। মাঝে মধ্যে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলো অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, যা আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করছে।’

বিশেষভাবে বারিধারায় অবস্থিত কূটনৈতিক এলাকার নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে উপদেষ্টা জানান, সেখানে নিয়মিত বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডও মোতায়েন রয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা জোরদার করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বোলডিন। তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সন্ত্রাসবিরোধী ইউনিটগুলোর মধ্যে আরও বেশি তথ্য আদান-প্রদান ও সমন্বয় প্রয়োজন।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান, রাজনৈতিক-সামরিক কর্মকর্তা জশ পোপসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :