
দিনাজপুরের হাকিমপুরে দাফন করার প্রায় ১৫ মাস পর হাবিবুর রহমান নামের এক ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলার কাকড়াঁপালি কবর স্থান থেকে নির্বাহী ম্যাজিট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে দিনাজপুর সিআইডি পুলিশ তার লাশ উত্তোলন করেন।
সিআইডি পুলিশের এসআই আসাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমি-জমা সংক্রান্ত বিবাদে হাবিবুর রহমানের মৃত্যু হয়। এ ব্যাপারে তাঁর মেয়ে ববিতা খাতুন বাদি হয়ে একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর নামে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আজ হাবিবুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
বুধবার (৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলার কাকড়াঁপালি কবর স্থান থেকে নির্বাহী ম্যাজিট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতিতে দিনাজপুর সিআইডি পুলিশ তার লাশ উত্তোলন করেন।
সিআইডি পুলিশের এসআই আসাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ এপ্রিল জমি-জমা সংক্রান্ত বিবাদে হাবিবুর রহমানের মৃত্যু হয়। এ ব্যাপারে তাঁর মেয়ে ববিতা খাতুন বাদি হয়ে একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর নামে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আজ হাবিবুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে