
কক্সবাজার উখিয়ায় কামাল উদ্দিন (৪৭) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উখিয়ার মনখালীতে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (৭ জুলাই) থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত কামাল উদ্দিন উখিয়া ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। পুলিশ জানান, দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেন।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউপি সদস্য কামাল উদ্দিনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা, কারা হত্যা করেছে এই সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উখিয়ার মনখালীতে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (৭ জুলাই) থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত কামাল উদ্দিন উখিয়া ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। পুলিশ জানান, দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেন।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউপি সদস্য কামাল উদ্দিনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা, কারা হত্যা করেছে এই সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এএ/এসকে