​মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতা : গ্রেপ্তার চারজন রিমান্ডে

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৬:২৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৮:১৬:২৮ অপরাহ্ন
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।

এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এন্টি-টেরোরিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম। শুনানি শেষে বিচারক আসামিদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

আসামিপেক্ষর আইনজীবী এমদাদুল হক বিজয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ ও মাহফুজ।

মামলার নথি থেকে জানা গেছে, মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৩৫ প্রবাসীর বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় এন্টি-টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বাদী হয়ে গত ৫ জুলাই মামলা করেন।

মামলার আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ, পারভেজ মাহমুদ পাবেল, শরীফ উদ্দিন, রহমান মোহাম্মদ হাবিবুর, সালেহ আহমেদ, মো. আব্দুস সহিদ মিয়া, মো. মতিন, ফয়সাল আলম, রায়হান আহমেদ, মো. রাজ, মো. মনসুরুল হক, ইমন মহিদুজ্জামান, আকরাম মো. ওয়াসিম, শেখ সালাম, মোহাম্মদ রাজ মাহমুদ মন্ডল, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাহফুজ, রবিউল হাসান, মোহাম্মদ সোহেল রানা, মো. আফসার ভূইয়া, হোসাইন সাহেদ, মো. আশিকুর বিশ্বাস, মো. শাওন শেখ, ইয়াসিন আলী, মোহাম্মদ পারভেজ মোশারফ, মহিউদ্দিন, সাব্বির হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, মো. রফিকুল ইসলাম, মো. শাকিল মিয়া, আসাদুজ্জামান হোসাইন ও মো. সোহাগ রানা।

এর আগে, গত ৩০ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুওন ইসমাইল বলেন, গত ২৪ এপ্রিল পরিকল্পিত একটি অভিযানের অংশ হিসেবে সেলেনগর ও যোহর অঞ্চল থেকে তিন ধাপে এই বাংলাদেশিদের আটক করা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :