​নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৬:১৭:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৭:৩৮:৫৯ অপরাহ্ন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম, নাসির উদ্দিন বলেছেন, ইলেকশনের তারিখ নিয়ে আর কথা বলবো না। সকালে একবার বলেছি, ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না। আমি আপনাদেরকে জানাবো। দুই মাস আগে জানাবো, পুরো ডিটেইলস জানায়ে দেবো।

মঙ্গলবার (০৮ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে তিনি আরও বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেবো। সুতরাং এর জন্য একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, একটা জিনিস আপনারা অন্য রকমভাবে নিয়েন না। আমরা একসময় সরকারি চাকরি করেছি, আপনাদেরকে কোনো সাংবাদিককে যদি, আরএফডির কোনো সদস্যকে কেউ যদি সমালোচনা করে; অ্যাজ অ্যা কমিউনিটি আপনাদের একটু খারাপ লাগবে। আমরা যতই দোষ দিই না কেন, আমি যেহেতু সরকারি চাকরি করেছি, যখন মানুষ সমালোচনা করে যে রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে—এই রকম বলে, আমি মনে খুব কষ্ট পাই। এই অপবাদ সবাইকে নিতে হচ্ছে।

সিইসি বলেন, এই অপবাদটা কেন সবাইকে নিতে হচ্ছে? কাজেই আমি আপনাদের মাধ্যমে আমার সহকর্মী—এটা প্রশাসন হোক, পুলিশ হোক, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হোক, যারা পোলিং-প্রিসাইডিং অফিসার যারা থাকবেন, তাদের কাছে আমার একটা আবেদন, সবাই মিলে ৯১ সালে একটা অত্যন্ত সুষ্ঠ নির্বাচন উপহার দিয়েছি, ৯৬ সালে দিয়েছি, ২০০১ দিয়েছি, এখন কেন পারব না। আমাদেরকে পারতেই হবে। আমাদের এই যে প্রশাসনের ইমেজ ক্ষুণ্ন হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটাই হচ্ছে সুযোগ। আমি আমার কলিগরা, আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাছে করজোরে আবেদন জানাই, আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটা থেকে আপনারা উঠে আসুন। আমরা প্রমাণ করতে চাই—আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়।

সিইসি এ সময় গণমাধ্যমে ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনের যত কাজকর্ম হচ্ছে, যত মেসেজ আমরা জাতিকে দিতে চাচ্ছি, আপনারাই তো মাধ্যম। এটা আপনাদের মাধ্যমেই দিচ্ছি। নইলে, আমাদের এক হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়ে লোকজন এঙ্গেজ করে মেসেজটা পৌঁছিয়ে দিতে হতো ১৮ কোটি মানুষের কাছে। আপনাদের মাধ্যমে একপ্রকার বিনা পয়সায় প্রচার আমরা করতে পারতেছি।

তবে ভিউ বাড়ানোর জন্য নেতিবাচর হেডলাইন না করারও অনুরোধও করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :