
পটুয়াখালীর কলাপাড়ায় মহিপুর বন্দরে ৬৪০ পিস ইয়াবাসহ নিজ বাসা থেকে সুমন হাওলাদার (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে তাকে মহিপুর থানার পুলিশ আটক করে । এসময় তার কাছ থেকে কাগজে মোড়ানো ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুমনের শয়ন কক্ষে ছিল এই ইয়াবা। গ্রেপ্তার সুমন হাওলাদার মহিপুর ইউনিয়নের বাসিন্দা তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৪০পিস ইয়াবাসহ সুমন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৪০পিস ইয়াবাসহ সুমন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে