​অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:১৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০২:৪২:৫৯ অপরাহ্ন
বাঘ-সিংহ অবৈধভাবে পোষার বিরুদ্ধে অভিযানে নেমেছে পাকিস্তান সরকার। সোমবার (৭ জুলাই) কর্তৃপক্ষ জানায়, অভিযানের অংশ হিসেবে দেশটির পাঞ্জাব প্রদেশে এক ব্যক্তির মালিকানায় থাকা ১৮টি সিংহ স্থানীয় সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রাদেশিক বন্যপ্রাণী ও উদ্যান অধিদফতরের মহাসচিব মুবিন এলাহি বলেছেন, লাহোরের একটি বাড়িতে অনুমতি ছাড়া সিংহগুলোকে রাখা হয়েছিল। এগুলোকে জব্দ করে সাফারি পার্কে পাঠানো হয়েছে এবং মালিককে আটক করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ি থেকে সম্প্রতি একটি সিংহ বেরিয়ে পড়ে। অনভ্যস্ত পরিবেশে থাকা প্রাণীটি লোকালয়ে প্রবেশ করে এক নারী ও দুই শিশুকে আক্রমণ করে বসে। অবশ্য তাদের কারও আঘাতই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিতে বৃহৎ প্রাণী বাড়িতে রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা রয়েছে। তবে অনুমোদন ছাড়া এসব প্রাণী রাখার শাস্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ওই বাড়ি থেকে ১৮টি সিংহ জব্দ করার সঙ্গে আরও ৩৮টি বাঘ ও সিংহ খামারে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

এলাহি জানিয়েছেন, পাঞ্জাবে বাড়ি ও খামার মিলিয়ে অন্তত ৫৮৪টি বাঘ-সিংহ রয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। আমি এমন অনেক লোককে চিনি যারা সিংহকে শুধু প্রতিপত্তির প্রতীক হিসেবে পোষে। তিনি নিজেও এক সময় একটি সিংহ পোষার কথা বলেন, যা পরে তার ভাতিজার ওপর হামলা করলে বিক্রি করে দেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :