​টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১১:০৫:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১১:০৫:১৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় গত মৃতের সংখ্যা পৌঁছেছে ১০৪ জনে। সামনে এই সংখ্যা আরও বাড়াতে বলে জানিয়েছেন প্রশাসনিক কমকর্তারা। প্রবল বর্ষণের জেরে টেক্সাসের দক্ষিণাঞ্চলে গুয়াদালুপে নদীর তীরবর্তী ৬ জেলা বা কাউন্টিতে গত ৪ জুলাই শুক্রবার আকস্মিক বন্যা বা হড়পা বান দেয়। এতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কের কাউন্টিতে।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে প্রতি বছরই জুলাই মাসে কের কাউন্টির এলাকায় গুয়াদালুপে নদীর দু’পাসে মেয়েদের গ্রীষ্মকালীন ক্যাম্প বসে। ১৯৪৫ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে বর্তমানে আছে ক্যাম্প মিস্টিক নামের একটি সংস্থা।কের কাউন্টির প্রধান আইন কর্মকর্তা বা শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত মোট ৮৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৫৬ জন এবং অপ্রাপ্তবয়স্ক ২৮ জন। অপ্রাপ্তবয়স্কদের সবাই কিশোরী ও তরুণী।

ক্যাম্প মিস্টিকের কর্মকর্তারা জানিয়েছেন, যে ২৮ জন কিশোরী ও তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে— তারা সবাই ক্যাম্প মিস্টিকের গ্রীষ্মকালীন আয়োজনে এসেছিলেন এবং এখনও ১০ জন নিখোঁজ আছেন।যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে নদীর দুই তীরে দেখা দেয় আকস্মিক বন্যা বা হড়কা বান। নদীর দুই তীরেই সামার ক্যাম্পের তাঁবু ফেলা হয়েছিল। ভোর ৪টার দিকে যখন হড়কা বান নদীর দুই তীরে আঘাত হানে—সে সময় প্রায় সবাই ঘুমিয়ে ছিল। ফলে বন্যা আসার আগে কেউ নিরাপদ জায়গায় সরে যেতে পারেনি। যে কারণে নিখোঁজ-নিহতের সংখ্যাও বেড়েছে। বন্যার সময় নদীর পানি ২৬ ফুট বেড়ে গিয়েছিল বলে জানা গেছে।ক্যাম্প মিস্টিকের সহ প্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যাল্ড (৭০) হড়কা বানের সময় ক্যাম্পে আসা মেয়েদের বাঁচাতে গিয়ে মৃত্যু বরণ করেছেন।

আবহাওয়াবিদেরা আরও বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে নদীর স্রোত, অব্যাহত বৃষ্টিপাত ও কর্দমাক্ত মাটির জন্য  উদ্ধার কাজে গতি আনা সম্ভব হচ্ছে না।হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফর করার পরিকল্পনা করছেন। আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচকেরা যে অভিযোগ তুলেছেন, সেটির কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস।হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সোমবার সাংবাদিকদের বলেন,  ‘বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে যে দোষারোপ করা হচ্ছে, তা একেবারেই মিথ্যা। এটি জাতীয় শোকের এই সময়ে এটি কোনো কাজে আসবে না।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :