​এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আ'লীগের মতো পরিণতি: নাহিদ

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৬:৫৩:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৬:৫৩:৫৬ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিড়ে কিংবা অন্য কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

সোমবার (৭ জুলাই) নাটোর শহরের স্বাধীনতা চত্বরে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশ যোগ দিয়ে এক হুঁশিয়ারি দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা শুনেছি, নাটোরে আমাদের কর্মসূচিতে ব্যানার ছিড়ে বাধা দিতে চেয়েছিল। আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, মাত্র এক বছর আগে যারা এভাবে কর্মসূচিতে বাধা দিয়েছে তারা আজ নিজেরাই বাংলাদেশে নাই। ঐ পরিস্থিতি থেকে শিক্ষা না নিলে সামনের দিনে যারা বাধা দিবে তাদের পরিণতিও সেদিকেই যাবে।

এনসিপি আহ্বায়ক বলেন, দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ চেষ্টায় ফ্যাসিবাদ দূর হয়েছে। এবারের যাত্রা দেশ গঠনের। নতুন বাংলাদেশ গঠন করবো আমরা। যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে,ইনসাফ থাকবে। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা আমাদের। তবে দুঃখের বিষয় ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ দেশ গঠনের যাত্রা থেকে সরে এসেছে। 

নাহিদ বলেন, যেভাবে ফ্যাসিবাদ পতন হয়েছে সেভাবেই বাংলাদেশ বিনির্মাণ হবে। এজন্য জুলাই ঘোষণা ও সনদ দিতে হবে, সংবিধানে স্বীকৃতি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদ দিতে কোনো টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

নাহিদ ইসলাম বলেন, আমাদের এনসিপির ওপর আস্থা রাখুন। গণঅভ্যুত্থানের সময়ের মতই আমরা ঐক্যবদ্ধ। দেশ গঠনের জন্য কোনো রূপ আপস হবে না। দেশে বিদ্যমান সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা হবে। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তির ইশতেহার ঘোষণা করা হবে। ওই ইশতেহারে নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। এই ইশতেহারের আলোকেই হবে আগামীর বাংলাদেশ।

দেশ গড়তে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আপনারা তরুণদের সহযোগিতা করুন, ঐক্যবদ্ধভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসএ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :