​পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কংকন চাকমাকে অপসারণের দাবি

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০২:০৬:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:০৮:৪১ অপরাহ্ন
আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন ও সরকারি বরাদ্দে বৈষম্যের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ম সচিব কংকন চাকমাকে অপসারণের দাবি জানিয়েছে মারমা সচেতন নাগরিক সমাজ। রোববার (৬ জুলাই) সকালে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারমা সম্প্রদায়ের প্রতিনিধিরা এ দাবি তোলেন।

তারা জানান, সুপ্রদীপ চাকমাকে আওয়ামী লীগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকল্প বন্টন ও বরাদ্দে মারমা-ত্রিপুরাসহ অন্যান্য সম্প্রদায়ের সাথে চরম জাতিগত বৈষম্য করে আসছেন তিনি। স্বজনপ্রীতি করছেন চাকমা সম্প্রদায়ের সাথে। যেখানে তিন জেলায় চাকমা প্রায় ৫ লাখ ও মারমার প্রায় ২ লাখ জনগোষ্ঠী। পাশাপাশি আওয়ামী লীগের জনপ্রতিনিধিদের প্রকল্প দিয়ে পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা।পার্বত্য চট্টগ্রামের এমন বৈষম্য দূর করতে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কোনও পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে মারমা সচেতন নাগরিক সমাজ।

বাংলাস্কুপ/ প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :