আকস্মিক বন্যায় বিপর্যস্ত টেক্সাস, ২৪ জনের প্রাণহানি

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১১:৪১:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০১:১৫:১৮ অপরাহ্ন
আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। এ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ। বন্যায় ২৫টি মেয়ে শিশু হারিয়ে যাওয়ার তথ্য আসলেও মোট কত মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৫ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টির কারণে রাজ্যের গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল।  

সেখানে একটি সামার ক্যাম্পে অংশ নেয়া ২৩-২৫টি মেয়েকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এছাড়া ওই ক্যাম্পে আটকে পড়া বাকি শিশুদের উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে "ভয়াবহ" ও "মর্মান্তিক" বলে উল্লেখ করেছেন।

বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

ওদিকে এখন পর্যন্ত ২৩৭ জন ব্যক্তিকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে। হেলিকপ্টার ছাড়াও 'হাই প্রোফাইল ট্যাকটিক্যাল' সামরিক বাহন উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে।

টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। তিনি এই বন্যাকে ধ্বংসাত্বক হিসেবে উল্লেখ করেছেন।

কাউন্টি শেরিফ ল্যারি এল লেইথা জানিয়েছেন যে মৃতের সংখ্যা ২৪-এ উন্নীত হয়েছে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হচ্ছে।

ওদিকে গভর্নর গ্রেগ অ্যাবোট একটি জরুরি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যাতে উদ্ধারকর্মীদের সব ধরনের সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। তিনি বলেছেন, যারা এখনো নিখোঁজ তাদের খুঁজে পেতে নিরবচ্ছিন্ন তল্লাশি চলছে এবং এটি অব্যাহত থাকবে।

"রাতের অন্ধকারেও অভিযান চলবে। এটা চলতে থাকবে," বলেছেন তিনি। 

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত থেকে হওয়া বৃষ্টির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও শঙ্কার কথা জানানো হয়েছে। এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসেও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ থেকে লোকজনকে সতর্ক করা হচ্ছে। নদীর তীর এলাকা অস্থিতিশীল ও অনিরাপদ হয়ে উঠতে পারে বলে বলা হচ্ছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :