
বোমা হামলার হুমকিতে একযোগে অস্থিরতা দেখা দিয়েছে কানাডার ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে দেশটির অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগরি ও ভ্যাঙ্কুভার বিমানবন্দর টার্গেট করে এই হুমকি আসে। ফলে এসব বিমানবন্দরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এতে একাধিক ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে।
বিমান চলাচল তদারককারী কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির পরপরই নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কর্মীরা নিরাপদে রয়েছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মন্ট্রিয়ল ও অটোয়া বিমানবন্দরে অস্থায়ীভাবে ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে, নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০ মিনিটে এটি প্রত্যাহার করা হয়।
অটোয়া পুলিশ জানিয়েছে, রাজধানীর বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর নিরাপত্তা ঘিরে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বা তার বেশি বিলম্বিত হয়েছে।
মন্ট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র এরিক ফরেস্ট বলেন, হুমকির বিষয়টি এখন নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার সকালের দিকে কিছু ফ্লাইটে দেরি হয়েছিল, তবে বর্তমানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তবে এসব হুমকির উৎস কী ছিল বা এটি সমন্বিত কোনও পরিকল্পনার অংশ কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি নিরাপত্তা বাহিনী। তদন্ত চলছে বলে জানানো হয়েছে। সূত্র : এনডিটিভি
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
বিমান চলাচল তদারককারী কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির পরপরই নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কর্মীরা নিরাপদে রয়েছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মন্ট্রিয়ল ও অটোয়া বিমানবন্দরে অস্থায়ীভাবে ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে, নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০ মিনিটে এটি প্রত্যাহার করা হয়।
অটোয়া পুলিশ জানিয়েছে, রাজধানীর বিমানবন্দরে বোমা হামলার হুমকির পর নিরাপত্তা ঘিরে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বা তার বেশি বিলম্বিত হয়েছে।
মন্ট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র এরিক ফরেস্ট বলেন, হুমকির বিষয়টি এখন নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার সকালের দিকে কিছু ফ্লাইটে দেরি হয়েছিল, তবে বর্তমানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তবে এসব হুমকির উৎস কী ছিল বা এটি সমন্বিত কোনও পরিকল্পনার অংশ কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি নিরাপত্তা বাহিনী। তদন্ত চলছে বলে জানানো হয়েছে। সূত্র : এনডিটিভি
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে