
যশোরের ঝিকরগাছায় এসিড নিক্ষেপে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার গদখালী মঠবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এসিড দগ্ধরা হলেন ওই গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও তার বোন রিপা খাতুন (২৬)। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসিড দগ্ধ রাহেলার স্বামী জামাত আলী জানান, স্থানীয় মাঠপাড়া গ্রামের ফজলুল হকের গৃহকর্মী জসিম দীর্ঘদিন ধরে রিপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা জসিমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ক্ষিপ্ত হন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামাত আলীর বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেন জসিম। এতে দগ্ধ হন ওই তিনজন। পরে তাদের চিৎকার শুনে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক হাসিব আল নেওয়াজ জানিয়েছেন, আহতদের মধ্যে শিশু ইয়ানূরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রিপা ও রাহেলা খাতুন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।ঝিকরগাছা থানার এসআই জাকির এসিড নিক্ষেপের ঘটনা নিশ্চিত করে জানান, দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
এসিড দগ্ধ রাহেলার স্বামী জামাত আলী জানান, স্থানীয় মাঠপাড়া গ্রামের ফজলুল হকের গৃহকর্মী জসিম দীর্ঘদিন ধরে রিপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা জসিমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ক্ষিপ্ত হন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামাত আলীর বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেন জসিম। এতে দগ্ধ হন ওই তিনজন। পরে তাদের চিৎকার শুনে গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক হাসিব আল নেওয়াজ জানিয়েছেন, আহতদের মধ্যে শিশু ইয়ানূরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এছাড়া রিপা ও রাহেলা খাতুন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।ঝিকরগাছা থানার এসআই জাকির এসিড নিক্ষেপের ঘটনা নিশ্চিত করে জানান, দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন