​দুর্ঘটনায় মারা গেলেন লিভারপুল তারকা দিয়োগো জোতা

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:৪০:০৬ অপরাহ্ন
স্পেনের জামোরায় আকস্মিক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ইংলিশ ক্লাব লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ২৮ বছর বয়সী এ তারকা ফুটবলারের মৃত্যুর খবর ইংল্যান্ডের ‘স্কাই স্পোর্টস’ ও স্পেনের ‘মার্কা’সহ বেশ কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে।

সদ্য সমাপ্ত মৌসুমে দুটি বড় ট্রফি জিতে শেষ করেছিল দিয়েগো জোতা। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগের শিরোপা। জাতীয় দল ও ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন ট্রফি পাওয়ার সুখস্মৃতি নিয়ে লিগ শেষের ছুটি কাটাচ্ছিলেন জোতা।

মার্কা জানিয়েছে, ভাই আন্দ্রেকে নিয়ে বৃহস্পতিবার রাতে নিজেই গাড়ি চালাচ্ছিলেন জোতা। স্থানীয় সময় রাত ১২.৪০ মিনিটের দিকে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে পৌঁছালে হঠাৎই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে দ্রুত আগুন ধরে গেলে ভাইসহ নিহত হন জোতা। 

২৮ বছর বয়সী ডিয়েগো জোতা ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিভারপুলে যোগ দেন। তারপর থেকে তিনি অলরেডসের হয়ে ১৮২ ম্যাচে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন। এ সময়ের মধ্যে তিনি ক্লাবটির হয়ে তিনটি শিরোপা জিতেছেন: একটি প্রিমিয়ার লীগ (২০২৪-২৫), একটি এফএ কাপ (২০২১-২২) এবং একটি লীগ কাপ (২০২১-২২)।

পর্তুগিজ এ ফরোয়ার্ড অল্প সময়ের জন্য স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন। ২০১৬ সালে প্যাকোস ফেরেইরার কাছ থেকে রোজিব্লাঙ্কোস তাকে ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তিবদ্ধ করেন। তিনি ক্রোটোনের বিপক্ষে প্রীতি ম্যাচে (০-২) গোল করেন। কিন্তু তার আনুষ্ঠানিক অভিষেক হয় না। একই গ্রীষ্মে তিনি পোর্তোতে ধারে যান, তারপর উলভারহ্যাম্পটনে ধারে যান ও ২০১৮ সালে ১৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্থায়ীভাবে চলে যান।

অথচ মাত্র ১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন এ পর্তুগিজ স্ট্রাইকার। তাদের দাম্পত্য জীবনে রয়েছে তিনটি সন্তান। সে বিয়ের ছবিও এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। আকস্মিক দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা। একই ঘটনায় নিহত ভাই আন্দ্রে জোতার চেয়ে মাত্র দুই বছরের ছোট, তিনিও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন।
 
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :