খুব শিগগিরই দেশে ফেরার আশা তারেক রহমানের

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০৫:৫৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০৬:৩৫:৫৭ অপরাহ্ন
খুব শিগগিরই দেশে ফেরার আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থ ও গণতন্ত্রকে মজবুত করতে অনেক ছাড় দিয়েছে বিএনপি। দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গণতন্ত্রের চর্চা শুধু দলে নয়, দেশের সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। বিএনপি বড় দল হলেও ছোট দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে একসাথে কাজ করতে চায়। দল ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেন তারেক রহমান।

দলের সুনাম ধরে রাখতে প্রতিটি কর্মীকে কাজ করার নির্দেশ দেন তিনি। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকেও সহযোগিতা করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :