​মোজা ফেলে না দিয়ে কাজে লাগান

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৫:৪০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৫:৪০:১৭ অপরাহ্ন
বাড়িতে খুঁজলে কোনও না কোনও মোজা মিলেই যাবে। হয় তার জোড়াটি উধাও হয়েছে, নয়তো মোজার গার্ডার নষ্ট হয়ে গেছে। এক জোড়া মোজার একটি হারিয়ে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার। সেই মোজা ফেলে দেওয়াই দস্তুর। তবে তা দিয়ে ঘরের নানা কাজও যে হতে পারে জানলে অবাক হবেন। তাই মোজা ফেলে দেবেন না, কাজে লাগান।

১। কাচের টেবিল হোক বা আয়না, কিংবা টেবিল ল্যাম্প—ধুলো ঝাড়ার কাজে ব্যবহার করতে পারেন মোজা। নরম মোজা দিয়ে মুছলে কাচের জিনিস ঘষা খাওয়ার ঝুঁকি কমে।

২। মোজা দিয়ে সিলিং ফ্যানও পরিষ্কার করতে পারেন। ফুলঝাড়ুর ডান্ডায় মোজা পরিয়ে দিন। এবার সেটি দিয়ে পাখার ব্লেডগুলি পরিষ্কার করে নিন। কোনও লম্বা লাঠির মাথায় মোজা আটকেও কাজটি হতে পারে। একটি লাঠির মাথায় হ্যাঙ্গার উল্টো দিক করে আটকে নিন। হ্যাঙ্গারের চওড়া অংশে একাধিক মোজা জড়িয়ে দিন। সেই হ্যাঙ্গারটি পাখার ব্লেডের ভিতরে ঢুকিয়ে টান দিলেই মোজায় ময়লা উঠে আসবে।

৩। কাচের জিনিস বা ধাক্কা লেগে ভেঙে যেতে পারে এমন টুকিটাকি জিনিসও মোজায় ভরে পুঁটলি করে নিতে পারেন। বেড়াতে যাওয়ার সময় কাজে লাগাতে পারেন। প্রসাধনীর কাচের শিশি, নেলপালিশের বোতল যাতে বেড়াতে যাওয়ার সময় ধাক্কা লেগে ভেঙে না যায়, সে জন্য মোজার ভিতরে পুরে দিতে পারেন।

৪। মোজা দিয়ে তৈরি হতে পারে পুতুল। মোজায় চোখ লাগিয়ে দিন। স্কেচ পেন দিয়ে এঁকে দিন ঠোঁট। আঠার সাহায্যে উল দিয়ে বানিয়ে নিন চুল। খুদেরা এটি হাতে পরে খেলতে পারবে। 

৫। পোষ্যে ফাঁক পেলেই বাইরে বেরিয়ে যায়? নোংরা জল-কাদা থেকে বাঁচাতে তাদের পায়ে এই মোজাগুলি পরিয়ে দিতে পারেন। পরে কেচে নিলেই হবে।

সূত্র : আনন্দবাজার

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :