
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ সময় বেলা ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তাঁর চোখের অপারেশন হয়।
বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ সময় বেলা ৩টায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
শায়রুল কবির খান আর বলেন, উনার শারীরিক অবস্থা ভালো আছে। এখন উনাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।
চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে গেছে তার স্ত্রী রাহাত আরা বেগম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ সময় বেলা ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তাঁর চোখের অপারেশন হয়।
বিষয়টি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ সময় বেলা ৩টায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
শায়রুল কবির খান আর বলেন, উনার শারীরিক অবস্থা ভালো আছে। এখন উনাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।
চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে গেছে তার স্ত্রী রাহাত আরা বেগম।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে