
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে কাজ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বুধবার (১৪ মে) সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব।
পাশাপাশি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফেরানোর চেষ্টা চলছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদক এজন্য ইন্টারপোলের সহায়তা নেবে।
তিনি আরও বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের তলবে সাড়া দেননি। এছাড়া, তিনি কোনও প্রতিনিধিও পাঠাননি। তাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বুধবার (১৪ মে) সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে দুদক। আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব।
পাশাপাশি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফেরানোর চেষ্টা চলছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদক এজন্য ইন্টারপোলের সহায়তা নেবে।
তিনি আরও বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের তলবে সাড়া দেননি। এছাড়া, তিনি কোনও প্রতিনিধিও পাঠাননি। তাই আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে