
রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির প্রতিবেদনকে উপেক্ষা করে রাতের আঁধারে অধ্যাদেশ জারির প্রতিবাদে সারাদেশে তিন দিনের কলম বিরতি কর্মসূচি ঘোষণা দিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।’
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় এনবিআরের সামনে অবস্থান কর্মসূচিতে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তরে কলম বিরতি পালিত হবে।
আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট কার্যক্রম এবং রপ্তানি কার্যক্রম কলম বিরতি কর্মসূচির আওতামুক্ত থাকবে।
কর্মসূচি ঘোষণা করেন এনবিআরের অতিরিক্ত কাস্টমস কমিশনার সাধন কুমার কুণ্ড। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মুনালিসা শারমিন স্মুস্মিতা এবং কর কমিশনার ফজলে এলাহী।
এর আগে অবস্থান কর্মসূচি চলাকালে এনবিআর চেয়ারম্যান বেরিয়ে যাওয়ার সময় কর্মকর্তারা ভুয়া ভুয়া স্লোগান দেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় এনবিআরের সামনে অবস্থান কর্মসূচিতে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তরে কলম বিরতি পালিত হবে।
আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট কার্যক্রম এবং রপ্তানি কার্যক্রম কলম বিরতি কর্মসূচির আওতামুক্ত থাকবে।
কর্মসূচি ঘোষণা করেন এনবিআরের অতিরিক্ত কাস্টমস কমিশনার সাধন কুমার কুণ্ড। এ সময় বক্তব্য রাখেন যুগ্ম কর কমিশনার মুনালিসা শারমিন স্মুস্মিতা এবং কর কমিশনার ফজলে এলাহী।
এর আগে অবস্থান কর্মসূচি চলাকালে এনবিআর চেয়ারম্যান বেরিয়ে যাওয়ার সময় কর্মকর্তারা ভুয়া ভুয়া স্লোগান দেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে