
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সদস্য বা কর্মকর্তাদের জন্য জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে নিষেধ করা হয়েছে।
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বোঝা কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায় না করতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সোমবার (১২ মে) রাতে বলেন, কলেজগুলোতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা করে। এ কলেজগুলোতে সভাপতি ও সদস্য, কখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য জাঁকজমকপূর্ণ সংবর্ধনা আয়োজন করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সংবর্ধনা আয়োজন করতে নিষেধ করা হয়ছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজগুলোকে বলা হয়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যয়ভার কমানো উচিত। তা ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করা দেশের নাগরিক হিসেবে সকলের দায়িত্বের মধ্যে পড়ে।
তাই অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অধ্যক্ষ, অ্যাডহক কমিটি বা গভর্নিং বডির সভাপতি ও অন্য সদস্যদের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ বা আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘অর্থ ব্যয় করা থেকে বিরত থাকার জন্য’ অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ অন্যান্য শিক্ষক বা কর্মকর্তারা যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।
এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষা ফি, ভর্তি ফি, সেশন ফি ও অন্যান্য নির্ধারিত ফির বাইরে কোনো ফি নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে কলেজগুলোকে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের বোঝা কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায় না করতে কলেজগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সোমবার (১২ মে) রাতে বলেন, কলেজগুলোতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা করে। এ কলেজগুলোতে সভাপতি ও সদস্য, কখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য জাঁকজমকপূর্ণ সংবর্ধনা আয়োজন করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সংবর্ধনা আয়োজন করতে নিষেধ করা হয়ছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজগুলোকে বলা হয়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যয়ভার কমানো উচিত। তা ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করা দেশের নাগরিক হিসেবে সকলের দায়িত্বের মধ্যে পড়ে।
তাই অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অধ্যক্ষ, অ্যাডহক কমিটি বা গভর্নিং বডির সভাপতি ও অন্য সদস্যদের কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ বা আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘অর্থ ব্যয় করা থেকে বিরত থাকার জন্য’ অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারারসহ অন্যান্য শিক্ষক বা কর্মকর্তারা যখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে।
এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষা ফি, ভর্তি ফি, সেশন ফি ও অন্যান্য নির্ধারিত ফির বাইরে কোনো ফি নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে কলেজগুলোকে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে