​ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ

আপলোড সময় : ১০-০৫-২০২৫ ০৩:১৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৫-২০২৫ ০৫:৩৩:৩৮ অপরাহ্ন
পাকিস্তানের ড্রোন হামলার পর ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত।  শনিবার (১০ মে) ভোরে এ ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।  

বিমানবন্দরগুলো হলো- আধামপুর বিমানবন্দর, আম্বালা বিমানবন্দর, অমৃতসর বিমানবন্দর, অবন্তিপুর বিমানবন্দর, বাথিন্দা বিমানবন্দর, ভুজ বিমানবন্দর, বিকানের বিমানবন্দর, চণ্ডীগড় বিমানবন্দর, হালওয়ারা বিমানবন্দর, হিন্দন বিমানবন্দর, জয়সালমির বিমানবন্দর, জম্মু বিমানবন্দর, জামনগর বিমানবন্দর, যোধপুর বিমানবন্দর, কান্দলা বিমানবন্দর, কাঙ্গরা বিমানবন্দর, কেশোদ বিমানবন্দর, কিষাণগড় বিমানবন্দর, কুল্লু মানালি বিমানবন্দর, লেহ বিমানবন্দর, লুধিয়ানা বিমানবন্দর, মুন্দ্রা বিমানবন্দর, নালিয়া বিমানবন্দর. পাঠানকোট বিমানবন্দর. পাতিয়ালা বিমানবন্দর, পোরবন্দর বিমানবন্দর, রাজকোট বিমানবন্দর, সারসাওয়া বিমানবন্দর, শিমলা বিমানবন্দর, শ্রীনগর বিমানবন্দর, দোইসে বিমানবন্দর ও উত্তরলাই বিমানবন্দর।

এই ৩২ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের পাশাপাশি দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (এফআইআর) ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের সাময়িক বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিজিসিএ। আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এই এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটগুলোও। উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ‘অপারেশন সিঁদুর’ নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। 

ভারতের সেই অভিযানের পালটা জবাব হিসেবে শুক্রবার (৯ মে) রাতে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ অভিযান শুরু করেছে পাকিস্তান।  দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে।


বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :