
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে।
এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলী আহসান জুনায়েদ।শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। এতে অংশ নেন জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবা।
ইউনাইটেড পিপলস বাংলাদেশের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে আছেন শাহরিন সুলতানা ইরা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আলী আহসান জুনায়েদ।শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। এতে অংশ নেন জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবা।
ইউনাইটেড পিপলস বাংলাদেশের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাইম আহমেদ এবং মুখপাত্র হিসেবে আছেন শাহরিন সুলতানা ইরা। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন